1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

মাসসেরার দৌড়ে রোনালদো

  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের জানুয়ারিতে আল নাসরে নাম লেখানো ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের ফুটবলের গত মৌসুমের শেষ ভাগটা পেয়েছিলেন। তখনো তার সামনে হাতছানি ছিল তিনটি শিরোপা জয়ের। কিন্তু সৌদি আরবের ফুটবলে সেভাবে আলো ছড়াতে পারেননি পর্তুগিজ তারকা। সৌদি আরবের ফুটবলে প্রথম মৌসুমে একটি শিরোপাও জিততে পারেননি। আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ১৯ ম্যাচ খেলে করেছেন ১৪ গোল।

তবে সৌদি আরবের ফুটবলে নতুন মৌসুমটা খুব ভালোভাবে শুরু করেছেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচ খেলে করে ফেলেছেন ১১ গোল। এর মধ্যেই একটি শিরোপাও জিতেছেন। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের সেই শিরোপা জয়ের পথে আল নাসর ফাইনালে তার জোড়া গোলেই আল হিলালকে হারিয়েছে ২–১ ব্যবধানে। টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে সব মিলিয়ে ৬ গোল করে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা।

এমন ভালো খেলার পুরস্কারও পেতে পারেন রোনালদো। সৌদি আরবের ফুটবলে আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় আছেন পর্তুগিজ তারকা। চারজনের সংক্ষিপ্ত তালিকায় অন্য তিনজনও সৌদি আরবের বাইরের খেলোয়াড়।

রোনালদোর সঙ্গে মাসসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে আছেন আল আহলির রিয়াদ মাহরেজ, আল ইত্তিহাদের ইগর করোনাদো আর আল হিলালের ম্যালকম। আলজেরিয়ান উইঙ্গার মাহরেজ এ মৌসুমেই ম্যানচেস্টার সিটি থেকে আল আহলিতে নাম লিখিয়েছেন। ম্যালকমও এ বছরই সৌদি আরবের ফুটবলে নাম লিখিয়েছেন জেনিত সেন্ট পিটার্সবার্গ থেকে। করোনাদো সৌদি আরবের ফুটবলে খেলছেন ২০২১ সাল থেকে।

করোনাদো আগস্ট মাসে আল ইত্তিহাদের হয়ে ৪ ম্যাচ খেলে ৩টি গোল করার পাশাপাশি ২টি গোলে সহায়তা করেছেন। আল আহলির হয়ে ৪ ম্যাচ খেলে মাহরেজের গোল ও অ্যাসিস্ট ২টি করে। আল হিলালের হয়ে এ মাসে ম্যালকম গোল করেছেন ৪টি, অ্যাসিস্ট ১টি। সৌদি প্রো লিগ ও এএফসি চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্ব মিলিয়ে রোনালদো এ মাসে আল নাসরের হয়ে খেলেছেন ৪ ম্যাচ। একটি হ্যাটট্রিকসহ গোল করেছেন ৫টি, অ্যাসিস্ট ৩টি।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..