প্রত্যয় ডেস্ক: করোনা মহামারীর মধ্যে মাস্ক পরে প্রথমবারের মতো জনসমক্ষে এলেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। চলতি সপ্তাহের শুরুতে লন্ডনে কালো রঙের মাস্ক পরে তিনি একটি শোক অনুষ্ঠানে যোগ দেন।
করোনা মহামারীর মধ্যে মাস্ক পরে প্রথমবারের মতো জনসমক্ষে এলেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। চলতি সপ্তাহের শুরুতে লন্ডনে কালো রঙের মাস্ক পরে তিনি একটি শোক অনুষ্ঠানে যোগ দেন।
প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ হারানো ব্রিটিশ যোদ্ধাদের প্রতি ১১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানো হবে। ওই কর্মসূচি সামনে রেখেই বুধবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সমাহিত নাম না জানা এক যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানান ৯৪ বছরের রানী। ১০০ বছর আগে ফ্রান্স থেকে ওই সৈন্যের মরদেহ ব্রিটেনে নিয়ে আসা হয়। পরে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তার লাশ সমাহিত করা হয়েছিল। রানী দ্বিতীয় এলিজাবেথের মা নিজের বিয়ের সময় হাতে থাকা ফুল দিয়ে এ সমাধিতে শ্রদ্ধা জানিয়েছিলেন।
পরে এটি ঐতিহ্যে পরিণত হয়। এরপর রাজপরিবারের ডায়নাসহ যতজনের বিয়ে হয়েছে সবার হাতে ধরা ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে এ সমাধিতে।