গাজী মো. তাহেরুল আলম, ভোলা প্রতিনিধিঃ ইতিহাস-ঐতিহ্য ও সাহিত্য-সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন মুক্তবুলি অনলাইনে নভেম্বর মাসের সর্বাধিক পঠিত লেখার লেখক হিসেবে পুরস্কার পাচ্ছেন ভোলার লালমোহন কামিল মাদরাসার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারি অধ্যাপক কবি ফিরোজ মাহমুদ। তাঁর সার্টিফিকেট নাম মো. ফিরোজ আলম। মুক্তবুলি অনলাইনে তাঁর প্রকাশিত লেখার শিরোনাম ‘কুকরি মুকরি ও তাড়ুয়া দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য। ৩০ নভেম্বর রাত ৮টা পর্যন্ত তাঁর লেখাটি পড়েছেন ৪২২০ জন পাঠক। কবি ফিরোজ মাহমুদ বোরহানউদ্দিন প্রেসক্লাবের একজন সদস্য।
২০১৭ সালে তিনি ভোলার লালমোহন উপজেলার সকল মাদরাসা শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। ফিরোজ মাহমুদ ১৯৯৪ সালে সরকারি বিএম কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স এবং ১৯৯৫ সালে কৃতিত্বের সাথে মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন। এর আগে তিনি বোরহানউদ্দিন কামিল মাদরাসা থেকে হাদীস ও ফিকহ বিষয়ে প্রথম শ্রেণী পেয়ে উত্তীর্ণ হয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের মেধা তালিকায় স্হান পান।
বরিশাল বিএম কলেজে অধ্যায়নকালে তিনি বরিশালের ঐতিহ্যবাহী শেকড় সাহিত্য সংসদের একজন সক্রিয় সংগঠক হিসেবে সাহিত্য চর্চায় নিবেদিত ছিলেন। তিনি ফিরোজ মাহমুদ নামে লেখালেখি করছেন। তাছাড়া সাহিত্য পত্রিকা শেকড়, মেঘনা ও উৎস’র সম্পাদক হিসেবে ও দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রকাশিত কাব্য গ্রন্হ ‘শোকার্ত ঘ্রাণ’ সাহিত্য পাঠক মহলে ব্যাপক আলোচিত হয়। ‘অনূদিত স্বপ্ন গুচ্ছ’ নামে দ্বিতীয় কবিতার বই প্রকাশের অপেক্ষায় রয়েছে।
গণমুখী ও শিক্ষার্থী বান্ধব শিক্ষক মো. ফিরোজ আলম বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দাখিল, আলিম ও ফাযিল স্নাতক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিষয় ভিত্তিক অন্তত ২০টি বই রচনা ও সম্পাদনা করেছেন। তিনি ভোলার গ্রাজুয়েট কল্যাণ পরিষদের চেয়ারম্যান ও বরিশাল মেট্রোপলিটন কলেজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে নিবিড়ভাবে জড়িত রয়েছেন।
এদিকেভোলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনেরপক্ষ থেকে কবি ফিরোজ মাহমুদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।