রাঙামাটি প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের দাবি করেছেন রাঙামাটির বীর মুক্তিযোদ্ধারা। তারা অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে যে যার মত করে মুক্তিযুদ্ধে ইতিহাস লিখছে যা সত্য ইতিহাসের পরিবর্তে অনেকসময় বিকৃত ইতিহাসের জন্ম দিচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের এক মত বিনিময় সভায় এসব মন্তব্য করেন মুক্তিযোদ্ধারা।
সোমবার (৩১ অক্টোবর) সকালে তবলছড়িস্থ মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিট কমান্ডের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: মিজানুর রহমান ।
এসভায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটির ডেপুটি কমান্ডার ১ বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী, ডেপুটি কমান্ডার ২ বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুক্কুর তালুকদার।
মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধারা বলেন, প্রত্যেক উপজেলায় জায়গা বরাদ্দ না পাওয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। সরকারি খাস জায়গা বরাদ্দ দিয়ে বীর নিবাস নির্মিণের দাবি জানান। একইসাথে রাঙামাটি মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের নিবন্ধনের বিরোধীতা করে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মামলা করায় ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেন।
মতবিনিময় সভা শেষে আরেক অনুষ্ঠানে রাঙামাটি মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির কাউন্সিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। কাউন্সিল শেষে বীর মুক্তিযোদ্ধা হাজী মো: কামাল উদ্দিনকে সভাপতি ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরীর নাম ঘোষনা করা হয়।
মতবিনিময় সভা ও কাউন্সিলে রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।