চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি :মুজিব বর্ষে বিজয়ের মাসে রাঙামাটি জেলাপ্রশাসন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয় । ২৩ ডিসেম্বর বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের কার্য্যলয়ে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপি।
জেলাপ্রশাসক একেএম মামুনুর রশিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার মুহাম্মদ সুফিউল্লাহ ডিজিএফআই কর্ণেল জিএস ও মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দীনসহ আরো অনেকেই।
প্রধান অতিথি দীপংকর তালুকদার বলেন,মুক্তিযোদ্ধারা কোন বিষয়ে বির্তক থাকা উচিত নয়। পাকিস্তানের ইমরান খান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর সংবাদ সম্মেলন বলেন,পাকিস্তানকে মালয়েশিয়া ও সিংঙ্গাপুর ন্যায় গড়ে তুলবে। এসময় এক সাংবাদিক জবাব দিয়ে বলেন, মালয়েশিয়া ও সিংঙ্গাপুর ন্যায় না করে বাংলাদেশের মত উন্নয়ন করা হোক। পরে ১শ ৫৫ জন মুক্তিযোদ্ধা সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। ইতিমধ্যে কয়েকজন মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন।
##
চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি-২৩ ডিসেম্বর ২০২০।