‘আষাঢ়‘
মু.হোছাইন কাদের
হাওয়ায় মেঘের পাল উড়িয়ে
আষাঢ় এলো গাঁয়ে
দাওয়ায় দেহের শাল ছুড়িয়ে
পাহাড় গেলো নায়ে।
চলছে পথে রোদ পোড়া সব
মাঠের ফিকে ঘাস
বলছে রথে দুধ মোড়া রব
খাটের দিকে বাস।
তাপ দহনে ফাটল ধরা
তিন মেয়াদের মাঠ
ভাপ মরণে বাদল ঝরা
সিন কেয়া’দের ঘাট।
নেতিয়ে পড়ে জানিয়ে ছিলো
বৃক্ষরাজি হার
চেতিয়ে নড়ে জানিয়ে দিলো
হার মানি না আর।
স্বরের চালে ছন্দে নাচে
ঝরছে বাদল ফোঁটা,
কদম ডালে গন্ধে যাচে
ভরছে নাকের কৌটা।