বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
দৈনিক প্রত্যয় ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল শুরু হয়েছে ব্রাজিলে। প্রতিদিনই মারা যাচ্ছেন শত শত মানুষ। শেষকৃত্য করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। ইতোমধ্যেই সেখানে কফিনের সংকট দেখা দিয়েছে, মরদেহ জমে যাচ্ছে মর্গগুলোতে।
অ্যামাজন বনে ঘেরা মানাউসে অন্তত ২০ লাখ মানুষের বসবাস। প্রত্যন্ত এ এলাকার সঙ্গে দেশের বাকি এলাকাগুলোর সরাসরি সড়ক যোগাযোগও নেই। এ কারণে সেখানে সংকট কাটাতে আকাশপথে দ্রুত কফিন পাঠাতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছে ন্যাশনাল ফিউনারেল হোম অ্যাসোসিয়েশন।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৩০ এপ্রিল পর্যন্ত দেশটির অ্যামাজোনাস অঙ্গরাজ্যে ৫ হাজার ২০০ জনেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৪২৫ জন। তবে সেখানে পর্যাপ্ত পরীক্ষার অভাবে আক্রান্তের প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না বলে উদ্বেগ রয়েছে বিশেষজ্ঞদের।
মানাউসের মেয়র জানিয়েছেন, আগে শহরটিতে রোজ ২০ থেকে ৩৫ জন মারা যেত। এখন প্রতিদিন অন্তত ১৩০ জনের প্রাণহানি হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় এক কবরে একাধিক মরদেহ দাফন করা হচ্ছে
তবে এ ব্যবস্থা পছন্দ না হওয়ায় স্বজনের মরদেহ পুড়িয়ে ফেলছেন অনেকেই।
ডিপিআর/ জাহিরুল মিলন