সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
ওয়েব ডেস্ক: দুপুরের খাবার খেতে খেতেই নাকি মারা যান ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা সতীশ শাহ। দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগলেও তিনি নিজেকে সুস্থ মনে করতেন। এমনকি, মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগেও তিনি সহকর্মী ও বন্ধুদের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেছেন এবং নিজেকে সুস্থ বলে জানিয়েছেন।
সতীশ শাহ অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর স্রষ্টা জেডি মাজেথিয়া ভারতীয় গণমাধ্যমকে এমনই তথ্য দিলেন। জানান, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সতীশ শাহর স্ত্রী রত্না পাঠকের সঙ্গে ফোনে কথা বলছিলেন।
মাজেথিয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না এমন কিছু ঘটেছে। কারণ, শনিবার সকাল ১১টায় তিনি অতীশ কাপাডিয়ার সঙ্গে অনেকক্ষণ কথা বলেন। এরপর দুপুর ১টার দিকে রত্নাজির (রত্না পাঠক) সঙ্গেও কথা বলেছেন।’
জেডি মাজেথিয়া আরও জানান, মৃত্যুর আগের দিন শুক্রবার তিনি অভিনেতার বাড়ির কাছাকাছি থাকলেও ক্লান্তির কারণে সতীশের সঙ্গে দেখা হয়নি। তবে ফোনে তিনি মাজেথিয়া ও তার পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন। তখন সতীশ শাহ আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, ‘আমার গলা শুনে কী মনে হচ্ছে? আমি একদম সুস্থ আছি।’ অন্য একদিন তাকে বাড়িতে আসার জন্য বলেছিলেন অভিনেতা, কিন্তু তার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রায় চার দশকের দীর্ঘ কর্মজীবন ছিল সতীশ শাহের। তিনি বলিউডে পরিচিতি পান ‘জানে ভি দো ইয়ারো’ (১৯৮৩) চলচ্চিত্রের মাধ্যমে। তার অভিনীত চরিত্রগুলো ভারতীয় দর্শকের মনে এখনো গেঁথে আছে। তিনি সুরজ বরজাত্যা, ফারহা খান, রাকেশ রোশনের মতো বলিউডের প্রথম সারির পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। সালমান খানের প্রথম চলচ্চিত্র ‘ম্যায়নে পেয়ার কিয়া’ দিয়ে শুরু করে ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়’-সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে তাকে দেখা গেছে। টেলিভিশন ধারাবাহিক ‘সারাভাই ভার্সেস সারাভাই’ তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়।