প্রবাস ডেস্ক: দাঙ্গাকারীরা চারদিকে আতংক ছড়িয়ে লুটপাট করছে। মিলিয়ন ডলারের সম্পদ রক্ষায় সরকারি ও বেসরকারি কোনো নিরাপত্তা সংস্থা এগিয়ে আসছে না।
এদিকে সময়ও ফুরিয়ে আসছে। কোনো উপায় না পেয়ে শপিংমলের কর্মীরা মেঝেতে সয়াবিন তেল ঢেলে পিচ্ছিল করে ঘটনা সামাল দেয়ার পরিকল্পনা করেন। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তাতে শেষ রক্ষা হয়নি।
গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশে ঘটনার ভিডিওগুলোতে দেখা যায়, প্রথমে দৌড়ে এসে শপিংমলগুলোতে লুট করতে আসা কয়েকজন পিছলে পড়ে গেলেও তারা ঘটনা সামাল দিয়ে কোনো রকম শারীরিক সমস্যা ছাড়াই ভেতরে ঢুকে পড়ে এবং লুটপাটে অংশগ্রহণ করে।
পরবর্তীতে হাজারো মানুষের স্রোত আসলে তাদের পথে এই তেল কোনো রকমের প্রতিবন্ধকতাই সৃষ্টি করতে পারেনি।
এদিকে লুটপাটের এই ঘটনা পূর্বপরিকল্পিত বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রপতি সিরিল রামাফোসা। তিনি বলেছেন, ‘এই ঘটনা বিশ্বব্যাপী দক্ষিণ আফ্রিকার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ঘটানো হয়েছে। জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে।’
দেশটিতে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। ২৫ হাজার সেনা সদস্য ও পুলিশ মাঠে কাজ করছে।