বিশেষ প্রতিবেদন,কলকাতা:মেয়ের শ্লীলতাহানি আটকাতে গিয়ে দুষ্কৃতীদের আক্রমণে মায়ের প্রাণ হারানোর ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বাগনান। অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। কিন্তু ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয় বলে দাবি করলে বিজেপি নেতারা জাতীয় সড়ক অবরোধ করেন। উত্তেজনা দেখা দেয় বাগনানে। শেষে পুলিশ অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করেছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। মায়ের সঙ্গে মনোমালিন্য হলে রাগ করে মেয়ে ছাদে উঠে যান মেয়ে। একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী তিনি। মায়ের ওপর অভিমান করে সেখানে তিনি অনেকক্ষণ ছিলেন। অভিযোগ, সেই সময় বাড়ির পাশের সুপারি গাছ বেয়ে ছাদে উঠে আসে গোপালপুর গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী কুশ বেরা এবং আরও একজন। তারা ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করে। তরুণীর চিৎকার শুনে ছাদে উঠে আসেন তাঁর মা। তখন অভিযুক্ত দু’জন তরুণীকে ছেড়ে তাঁর মাকে আক্রমণ করে। তাঁকে ছাদ থেকে ফেলে দেয়। সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়েন তিনি। মেয়ে ছুটে গিয়ে তাঁকে ধরেন।
চিৎকার–চেঁচামেচিতে দুই দুষ্কৃতী পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরা গুরুতর আহত ওই মহিলাকে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মেয়ের অভিযোগ, দুই দুষ্কৃতীর মধ্যে একজন কুশ বেরা। মেয়েটির বাবাও জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই কুশ বেরা তাঁর মেয়েকে বিরক্ত করত। এমনকী, হুমকিও দিত। ঘটনার পরই কুশ বেরার স্ত্রী তথা স্থানীয় পঞ্চায়েত সদস্যা অভিযোগ করেন, ষড়যন্ত্র করে তাঁর স্বামীকে ফাঁসানো হয়েছে। এমনকী, তৃণমূল নেতা তথা মন্ত্রী অরূপ রায়ও জানান, ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। এর পরই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন, রাজ্যের ক্ষমতায় রয়েছেন একজন মহিলা। অথচ তাঁর সময়েই রাজ্যে মহিলাদের নিরাপত্তা তলানিতে গিয়ে পৌঁছেছে।
এদিকে, ঘটনার পর নির্যাতিতা ছাত্রীটি থানায় অভিযোগ জানাতে গেলে, পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ। খবর পেয়েই শুক্রবার সেখানে ছুটে আসেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও সৌমিত্র খাঁ। দলীয় কর্মীদের নিয়ে বাগনান থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয় বাসিন্দারাও বিক্ষোভে যোগ দেন। উত্তেজনা দেখা দেয় সেখানে। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন উলুবেড়িয়ার এসডিপিও। তার পরই ওই ছাত্রীর এফআইআর নেওয়া হয়। পরে হাওড়া থেকে গ্রেফতার করা হয় কুশ বেরাকে। রাতে মন্ত্রী তথা তৃণমূল পর্যবেক্ষক ফিরহাদ হাকিম জানান, অভিযুক্তকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।