স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণের মঞ্চ। যেখানে তারা সাড়ে তিন দশকের সোনালী ট্রফির আক্ষেপ ঘুচিয়ে সব হতাশার অবসান ঘটিয়েছে। লিওনেল মেসির হাতে সেই ট্রফি ওঠার মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছে তার ফুটবল ক্যারিয়ার। যার সঙ্গে হয়তো কোনোকিছুর তুলনা চলে না। ঠিক মেসির সঙ্গে তুলনা না করলেও, তাদের বিশ্বকাপ জয়ের সঙ্গে নিজের শিরোপা জয়ের মিল খুঁজে পেয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা।
ইংলিশ প্রিমিয়ার লিগকে ডালভাতে পরিণত করে তোলা সিটি চ্যাম্পিয়ন্স লিগেই সাফল্যের দেখা পাচ্ছিল না। সদ্য সমাপ্ত আসরে সেই আক্ষেপ ঘুচিয়েছেন গার্দিওলা। প্রিমিয়ার লিগ এবং এফএ কাপের পর ট্রেবল জিততে তাদের বাকি ছিল কেবল চ্যাম্পিয়ন্স লিগ। ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে ইলকাই গুনদোয়ান ও আর্লিং হলান্ডরা সেটাও পূরণ করেছেন।
সিটির হয়ে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও, এর আগেও এই টুর্নামেন্ট জয়ের রেকর্ড ছিল গার্দিওলার। তবে তিনিই একমাত্র কোচ, যিনি প্রথমবারের মতো দুটি ট্রেবল জিতেছেন। বার্সেলোনার পর দ্বিতীয় এই কীর্তি গড়েছেন ম্যানসিটির হয়ে। ম্যানসিটির হয়ে সর্বশেষ ইউরোপসেরার শিরোপা জয়ের পর এই স্প্যানিশ হেভিওয়েট কোচের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে। সেখানে নিজের সাবেক শিষ্য মেসির সঙ্গে ব্যতিক্রমী একটি তুলনা টেনেছেন ম্যানসিটি কোচ।
সেখানে গার্দিওলা বলেন, ‘আমার মতে সফল হয়েছি আমি। মেসির সঙ্গে আমার ব্যক্তিগত কোনো তুলনাতে যেতে চাই না, কিন্তু মেসিদের বিশ্বকাপ জয়ের সঙ্গে একটা মিল পাওয়া গেছে। যেখানে কাতার বিশ্বকাপ জয়ের পর তার (মেসি) অভিব্যক্তিই বলে দিয়েছিল, আমি পেরেছি, আমি পেরেছি। সেই সুরে আমিও বলতে চাই আমি পেরেছি।’
সিটির চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও, গার্দিওলার আত্মবিশ্বাস ছিল দল জিতবে এবং শেষ পর্যন্ত যে জিতেছে, তাতেই তিনি খুশি। ফাইনাল যেমনই খেলুক সিটি, এই মৌসুমের চ্যাম্পিয়ন তার দলেরই প্রাপ্য, এমনটাই মনে করেন গার্দিওলা, ‘এটা নিয়তিই ঠিক করে রেখেছিল, আমরা জিতব এবার। পুরো টুর্নামেন্টেই আমরা দারুণ খেলেছি।’
এই জয়ে তৃতীয় কোচ হিসেবে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপিয়ান কাপ জয়ের নজির গড়েছেন গার্দিওলা। এরপরই তিনি সর্বোচ্চ ১৪টি চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল মাদ্রিদকে হুমকি দিয়ে রেখেছেন। মজাচ্ছলে বলা স্প্যানিশ কোচের সেই মন্তব্যটি ছিল, ‘আমাদের আর মাত্র ১৩টা চ্যাম্পিয়ন্স লিগ লাগবে, মাত্র ১৩। সুতরাং রিয়াল মাদ্রিদ সাবধান, আমরা আসছি। একটু যদি গা ছাড়া দাও, আমরা তোমাদের ধরে ফেলব।’