নিজস্ব প্রতিবেদকঃ অনেকেই হয়তো জেনে থাকবেন, ঢাকা উত্তরের অনেক স্থাপনা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে নয়।
এর মধ্যে, খালগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব ডিএনসিসির নয়। মহাখালী ফ্লাইওভার ব্যতীত অন্যান্য ফ্লাইওভার, যেমন কুড়িল ফ্লাইওভার, মগবাজার ফ্লাইওভার, বনানী ফ্লাইওভার ডিএনসিসির অধীনে নয়।
একটি গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা-ময়মনসিংহ সড়কের বনানী রেল ক্রসিং থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে নয়। এই সড়কে অবস্থিত ফুটওভারব্রিজগুলোও (এয়ারপোর্ট ফুটওভার ব্রিজ, খিলক্ষেত ফুটওভার ব্রিজ এবং রাজউক উত্তরা কলেজ ফুটওভার ব্রিজ এই তিনটি ব্যতীত) ডিএনসিসির অধীনে নয়।
এসকল স্থাপনা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের অধীনে। স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণ, মেরামত ইত্যাদির দায়িত্বও ঐ প্রতিষ্ঠানগুলোর।
দায়িত্ব অন্য প্রতিষ্ঠানের হলেও নাগরিক দুর্ভোগ লাঘবে ডিএনসিসির মেয়র মোঃ আতিকুল ইসলাম স্ব উদ্যোগে কিছু কাজ না করে বসে থাকতে পারেন নি।
উদাহরণস্বরূপ, মেয়র আতিকের একান্ত ইচ্ছায় সাংবাদিক খাল পরিষ্কার করা হয়েছে এবং কালশীর দীর্ঘদিনের জলাবদ্ধতার সমাধান করা হয়েছে। সিভিল এভিয়েশনের খাল খনন করে আশকোনা এলাকায় জলাবদ্ধতা দূর করা হয়। মিরপুরের গোদাখালী খালসহ বেশ কয়েকটি খাল মেয়রের নির্দেশে পরিষ্কার করা হয়েছে। এরকম আরো অসংখ্য উদাহরণ আছে। সর্বশেষ যুক্ত হয়েছে উত্তরা রাজলক্ষী কমপ্লেক্সের সামনের ফুটওভারব্রিজ মেরামত।
উত্তরা রাজলক্ষী কমপ্লেক্সের সামনের ফুটওভারব্রিজের উপরের পাটাতন কিছুদিন ধরে ভাঙ্গা ছিল। খালি পায়ে কেউ আসা-যাওয়া করলে পা কেটে যাওয়ার আশঙ্কা ছিল। বিষয়টি মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে মেয়রের দৃষ্টি গোচর হওয়ার সাথে সাথে তিনি ডিএনসিসির প্রকৌশল বিভাগের মাধ্যমে মেরামত করে দেন।
এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..