স্পোর্টস ডেস্ক: চলতি বছরের জুলাই পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি ছিল পিচ কিউরেটর গামিনি ডি সিলভার। তবে নতুন করে লঙ্কান এই কিউরেটরের সঙ্গে আবারও চুক্তির মেয়াদ বাড়িয়েছে বিসিবি। আগামী ৩১ জুলাই গামিনির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এর আগেই নতুন করে তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বোর্ড।
নতুন এই চুক্তির মেয়াদ থাকছে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত। এর আগে লঙ্কান জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর গামিনি আম্পায়ারিং করেছেন। পরে ২০০৮ সালে বিসিবিতে নিয়োগ পেয়ে বাংলাদেশে আসেন সাবেক এই লঙ্কান আম্পায়ার। এরপর ২০০৯ সালে কিউরেটর পদে তাকে স্থায়ী করা হয়।
গত এক যুগেরও বেশি সময় ধরে তার চুক্তির মেয়াদ বেড়েই চলেছে। বর্তমান চুক্তির বছর হিসেব করলে দেখা যায় সবমিলিয়ে গামিনি-বিসিবির সম্পর্ক গিয়ে দাঁড়াবে ১৭ বছরে।
বাংলাদেশে এতদিন স্থায়ী চুক্তিতে কাজ করে আসছিল দুই কিউরেটর। তাদের মধ্যে একজন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পিচের দায়িত্বে থাকা প্রভিন হিঙ্গানিকর। সম্প্রতি নিজ দেশ ভারতে গিয়ে তিনি স্ত্রীসহ সড়ক দুর্ঘটনার শিকার হন। সেই ঘটনায় স্ত্রীকে হারান তিনি। এরপর শারীরিক ও মানসিকভাবে আহত হিঙ্গানিকর বিসিবির কিউরেটরের দায়িত্ব ছেড়েছেন।