ফেনী নদীর ওপর বাংলাদেশ-ভারত মেত্রী সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দুপুরে দুই দেশের সরকারপ্রধান ভার্চুয়ালি যুক্ত হয়ে, এই সেতুর উদ্বোধন করেন। বাংলাদেশ-ভারতের মধ্যে এই প্রথম কোনো নদী সেতু উদ্বোধন হলো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাজনৈতিক সীমানা যেনো দুই দেশের সীমান্তে বাধা হয়ে না দাঁড়ায়। এদিকে, দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশাবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘নিঃসন্দেহে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। ভারতের সঙ্গে বাংলাদেশের কানেকটিভিটি তৈরির মাধ্যমে এটি দক্ষিণ এশিয়ায় নতুন যুগের সুচনা করছে’।
আরও পড়ুন : হাজী সেলিমের ১০ বছরের কারাদণ্ড বহাল