সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: মোংলার দিগরাজ বাজারে সাধারণ মানুষের শারীরিক সুস্থতার দিক বিবেচনা করে জিম সেন্টারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফিতা কেটে রয়েল বডি ফিটনেস জিম সেন্টারের উদ্ধোধন করেন বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস।
বিজিবি দিগরাজ বাজারে বিজিবি রোড়ে অভিক কমপ্লেক্সের দ্বিতীয় তলায় বুধবার সন্ধ্যায় জীম সেন্টারের উদ্বোধন করা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস বলেন, স্বাস্থ্যই সকল সুখের মুল, প্রতিদিন ব্যায়াম করলে স্বাস্থ্য যেমন ভাল থাকে পাশাপাশি মন ও ভাল থাকে এবং খারাপ কাজ থেকে দূরে থাকা যায়, ভাল কাজে মনোনিবেশ করা যায়। প্রতিটি মানুষের সুস্থ থাকতে শরীর চর্চার বিকল্প নেই। এই প্রথম বিজিবি রোড়ে অভিক কমপ্লেক্সের দ্বিতীয় তলায় দিগরাজ বাজারে সাধারণ মানুষের শারীরিক সুস্থতার দিক বিবেচনা করে জিম সেন্টারের উদ্যোগ গ্রহণ করা হয়। রয়েল বডি ফিটনেস জিম সেন্টারের
পরিচালক অন্তর মন্ডল বলেন, বুড়িরডাঙ্গা তথা মোংলার মানুষকে এ সুবিধা দিতে অত্যাধুনিক সরঞ্জামাদির সমন্বয়ে এ জিম সেন্টার চালু করেছি। এতে দক্ষ প্রশিক্ষকের সযত্ন তত্বাবধানে শরীর চর্চা ও ডায়াবেটিস রোগীদের জন্য ব্যায়ামের ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র পুরুষদের জন্য আমাদের এ আয়োজন।