সুমন,মোংলা(বাগেরহাট) সংবাদদাতা: মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নে বুড়িরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় স্কুল মাঠে ০৭ নভেম্বর সোমবার রাত থেকে শুরু হতে যাচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। এ উৎসবকে ঘিরে আলোরকোলে বসবে পাঁচ দিনব্যাপী রাসমেলা।
প্রতিবছরের মতো এবারও রাস পূর্ণিমা উপলক্ষে বুড়িরডাঙ্গা আগামী ০৭ থেকে ১১ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ ভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পুণ্যস্নানে নিরাপদে দর্শনার্থী ও তীর্থযাত্রীদের জন্য সকল ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।
রাস পূজা সভাপতি বাবু উদয় শংকর বিশ্বাস(চেয়ারম্যান)বলেন গত বছরের মতো এবার আয়োজন রয়েছে নানা অনুষ্ঠানের। রাস উৎসব জাতি ধর্ম নির্বিশেষে সকলে একত্রে আমরা আনন্দ করে থাকি। পূর্ন স্থানে পটকা, বাজি ফোটানোসহ কোনো প্রকার শব্দ দূষণ করা যাবে না।এবং আমাদের সেচ্ছাসেবক থাকবেন কোন রকমের ঝামেলা করা যাবে না। কোন মাদকের সাথে কেউ সম্পৃক্ত থাকলে তাদের জন্য কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।এবং প্রশাসন ও উপজেলা প্রশাসন সার্বিক নিরাপত্তা দিবেন সবসময়।