সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতাঃ অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬মে)সকাল ১০টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মোংলা উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অপরাজিতা প্রকল্পের ফিল্ড কর্ডিনেটর দীপ্ত রায়ের পরিচালনায় উপজেলা নেটওয়ার্কের উদ্দেশ্য ও সাংগঠনিক দহ্মতা বিষয়ক আলোচনা করেন প্রকল্পের এডভোকেসি খন্দকার জিলানী হোসেন। সভায় অপরাজিতা কমিটির সভাপতি জোসনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর দাস।
বক্তারা বলেন, নারীর ক্ষমতায়নে ও নারীদের আত্মসামাজিক উন্নয়নে যে ভাবে প্রকল্পটি কাজ করে যাচ্ছে তা সত্যি প্রশংসনীয়। এ প্রকল্পের মাধ্যমে নারীরা সরকারী বিভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে জানতে পেরেছে। উন্মুক্ত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করার সুযোগ পাচ্ছে। রাজনৈতিক দল গুলোতে নারীদের অবস্থান তৈরী হচ্ছে যা নারীদের অধিকার আদায়ে ভূমিকা রাখবে।
সভায় উপস্থিত অপরাজিতা কমিটিরা ২০২৩-২০২৪ অর্থবছরে ইউনিয়ন পরিষদের বাজেট ও নারী উন্নয়ন খাতে বরাদ্দ রাখার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে সুপারিশ মালা প্রদান করেন।