সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: মোংলায় পূর্ব শত্রুতার জেরে মোঃ ইমামুল শেখ (৩০) নামে এক যুবককে মারধর করা সহ নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
আজ বুধবার (১২ জুলাই) ঘটনাটি ঘটেছে উপজেলার চিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুন্দরতলা গ্রামে। আহত মোঃ ইমামুল শেখের মা মোসা: বাহানুর বেগম (৪৮) প্রতিপক্ষ মোঃ দুলাল ও ইশারাত ফকিরসহ আটজনের বিরুদ্ধে মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, অভিযুক্তদের সাথে স্থানীয় বিভিন্ন বিষয়াদি নিয়া বিরোধ ও মনোমালিন্য চলে আসছে। দুলালের চায়ের দোকানের সামনের রাস্তা দিয়ে মোঃ ইমামুল শেখ বাড়ীতে আসার সময় পূর্ব পরিকল্পনা মোতাবেক অভিযুক্ত ব্যক্তিরা মোঃ ইমামুল শেখকে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকলে সে তাদের নিষেধ করে। ইশারাত ফকিরের হুকুমে তারা লোহার রড ও লাঠি নিয়ে মোঃ ইমামুল শেখের উপর অতর্কিত হামলা চালায়।
মারপিটের এক পর্যায়ে ইমামুলের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। ঐ সময় ইমামুলের স্ত্রী বৃষ্টি বেগম (২৪) ইমামুলের চাচাতো বোন তানিয়া বেগম (২২) ও ভাই মোঃ ইকরাম শেখ (২৫) ইমামুলকে ছাড়াতে গেলে সকল অভিযুক্তরা মিলে আবারও তাদের মারধর করে গুরুতর আহত করে এবং ইমামুলের স্ত্রী ও তার চাচাতো বোনের চুলের মুঠি ধরে তাদের মেরে জখম করে এবং তাদের পরনের কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী করে। তখন তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে অভিযুক্ত ইশারাত ফকির অভিযোগ অস্বীকার করে বলেন, আমি মারামারি ঠেকায়ে দিছি, দুই পক্ষকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছি।
মোংলা থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।