1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

মোংলায় ফ্রী চহ্মু চিকিৎসা ক্যাম্প উদ্ভোধন করেন হাবিবুন নাহার এমপি

  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১৩৭ Time View

সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতাঃ মোংলায় ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৭ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুমারখা শেখ আব্দুল হাই ফাউন্ডেশনে চিকিৎসা ব্যবস্থাপনায় ৩য় তম বিনামূল্যে প্রায় সাত শতাধিক মানুষের চোখের ছানি অপারেশন ও ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দি ফ্রেড হলোস ফাউন্ডেশন ও অস্ট্রেলিয়া সরকার এর সহযোগীতায় ও বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের বাস্তবায়নে এ ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

প্রধান অতিথি উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এই কার্যক্রম যেনো চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি গভীর অন্ধকার থেকে আলোর জগতে পৌঁছেছে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সম্ভব সব কিছুই করছেন।

তিনি আরো বলেন, যে সব বিশেষজ্ঞ চিকিৎসকের সিরিয়াল পেতে সময় লাগে, সেই সব চিকিৎসক মোংলায় এসে বিনামূল্যে মানুষের সেবা দিয়ে সরকারের স্বাস্থ্য সেবাকে আরও এক ধাপ ওপরে পৌঁছে দিয়েছেন। এজন্য তিনিও সকল চিকিৎসককে ধন্যবাদ জানান। এমন মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

বাগেরহাট চক্ষু হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের ১০ জনের একটি দল বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।  এ মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা: ফারহানা সাদিয়া কাকলি।

স্থানিয় শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মুশফিকুর রহমান তুষার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা আ’লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, পৌর আ’লীগের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শেখ আঃ সালাম, উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালি ইউপি সাবেক চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার প্রমুখ।

উল্লেখ্য আগামী শনিবার (৮ জুলাই) বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালে বাছাই করা রোগীদের পর্যায়ক্রমে চোখের ছানি অপারেশন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..