সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: মোংলায় হীড বাংলাদেশ এনজিও মোংলা ১ও২ শাখা মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় ২০২২ সালের এসএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত মেধাবী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার(১৭মে)বিকাল সাড়ে তিন টায় বালুর মোড় হীড বাংলাদেশ শাখা কহ্মে আঞ্চলিক ব্যবস্থাপক পার্থ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সামসুদ্দীন মোংলা থানা অফিসার ইনচার্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী আকবর হোসেন,তিন নং ওয়ার্ড সদস্য বাবু কৌশিক মৌলিক কানু,শিপ্রা রানী হালদার মহিলা ওয়ার্ড সদস্য ।
বক্তারা মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন-শিহ্মাই জাতির মেরুদণ্ড।যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত উন্নত।আমাদের প্রত্যাশা তোমাদের কাছে অনেক। জাতীর জনক বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা,আর সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ দরকার।সেই সোনার মানুষ হতে পারো তোমরা।তোমরা চেষ্টা করলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবে রুপান্তরিত করতে পারো।
সংর্বধনা অনুষ্ঠানে মোট ৮৯ জন কে সংর্বধনা দেন। এসএসসি ও এইচএসসি জিপিএ ৫ পেয়েছেন ১৪ জন তাদের প্রত্যেকে ৫ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়। জিপিএ ৪ পেয়েছেন ৭৫ জন তাদের ৪ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন, হীড বাংলাদেশ মোংলা এনজিও শাখার কর্মকর্তা কর্মচারী,ছাত্র-ছাত্রী অভিভাবক প্রমুখ।