পরিবর্তিত প্রেমিক
মো: আহসান হাবীব
আমার যা কিছুর পরিবর্তন
আমার যা কিছুর ধরণ,
ছুটতে ছুটতে ক্লান্ত পথের শেষ,
নাকি!! অধরায় তুমিময়তায় শেষ?
আমি ছুটছি,
ছুঁটে চলেছি পথে পথে
বিবর্ণতায় ঘেরা পৃথিবীর বুকে
কতোটা বিরাণ
কতোটা ধুঁধুঁ প্রান্তর,
আমার জমানো সোনালী অতীত ফেলে।
দেহ ও একদিন খোলস বদলায়
পথের ধারে অবহেলায় পড়ে রয়,
আমার পরিবর্তন,
আমাকেও ধারে নিয়ে যায়
কিছুটা হাসায়,
পথের শেষ দাঁড়ায় শক্ত ঘেরাবেশে
পরিবর্তনের ধারেই তোমার পাওনা শুরু
তোমাকে দিয়েছে তুচ্ছ বস্তু
অমূল্য রনে মানে হারিয়েছো পাওয়ায়
কি হয়ে যায় পরিবর্তনে!!
অপরিবর্তন কি সহ্যের দরজায় দাঁড়ায় নাহ??
তবে!! কেন এতো আকুতি??
নাকি পেয়েও হারানোর সঙ্কা!!
যে এসে যায়, সে কবে কোথায় হারায়??
পরিবর্তনে তোমাকে পাওয়া ভিক্ষা সমান
তবুও তোমাকে বাঁচাতে আমি পরিবর্তিত এক প্রেমিকের রূপে তোমার সামনে দাঁড়ায়।
আমি চিৎকার করি,
বলতে থাকি, বলে ফেলি
আমি পরিবর্তনের ভিক্ষারী,
তোমার প্রাণের ভিক্ষারী।
লেখক : শিক্ষার্থী
৪র্থ বর্ষ, মার্কেটিং বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।