নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালী ট্রাফিক জোনের টি আই মাসুদ রানা মোটরসাইকেল দিয়ে ছিনতাইকারীর গাড়ি ধাওয়া করে এক ব্যক্তির ব্যাগ উদ্ধার করেন এবং ছিনতাইকারীকে আটক করেছেন।
টিআই মাসুদ রানা জানান, সোমবার (১ মে) নাইট রাউন্ড করাকালীন আনুমানিক রাত ১১.০৫ মিনিটে উত্তর বাড্ডা হোসেন মার্কেটের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি ‘ছিনতাইকারী ব্যাগ নিয়ে গেল বলে’-চিৎকার করতে থাকলে এবং তার মোটরসাইকেল থামিয়ে সাহায্যের আবেদন করলে তিনি তৎক্ষণাৎ উক্ত ব্যক্তিকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে পালিয়ে যাওয়া গাড়িটিকে ধাওয়া করেন।
পথিমধ্যে ওই ব্যাক্তি টিআই মাসুদকে জানান যে, ঢাকা মেট্রো-ম-৫১-৩৬৩৬ নং এর সাদা রংয়ের একটি কাভার্ড ভ্যানের ড্রাইভার তার মেয়ের ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে গেছে। পরবর্তীতে মধ্যবাড্ডা রাজভোগ মিটান্নভান্ডারের সামনে এসে ড্রাইভারসহ গাড়িটি আটক করতে সক্ষম হন টি আই মাসুদ।
টিআই মাসুদ আরও জানান, বাড্ডা থানার মোবাইল টিম ডেকে এস আই শাকুর কলসাইন লিমা-৮২ এর সহযোগিতায় গাড়িসহ ছিনতাইকারীকে থানায় সোপর্দ করা হয়েছে। ছিনতাইকারীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।