জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।
শুক্রবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে তারা এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নীলক্ষেত-কাটাবন হয়ে শাহবাগ দিয়ে প্রেসক্লাবের দিকে যায়।
বিক্ষোভ সমাবেশে তারা ‘সারা বাংলা কারাগার’, ‘গুজরাটের কসাই, গুজরাটে ফিরে যা’, ‘গো ব্যাক মোদী, গো ব্যাক ইন্ডিয়া’, ইত্যাদি স্লোগান দিতে দেন।
এর আগে গতকাল বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে আজ শুক্রবার বিকেলে মোদীবিরোধী সমাবেশের ঘোষণা দেন বাম সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট। তবে দুপর থেকেই সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থানের কারণে তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন।
আরও পড়ুন : বাংলাদেশকে মুসলিম বিশ্বে পরিচিত করেছিলেন বঙ্গবন্ধু : ওআইসি মহাসচিব