এম এইচ সামাদ, নেত্রকোনা প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,মোহনগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গত দুইদিন যাবত মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে খাদ্য ও শিক্ষা উপকরন প্রদান করেন সংগঠনটি।জানা যায় মোহনগঞ্জের বিভিন্ন দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য তারা ২য় বারের মত খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরন করেন আজ।
করোনা স্ংকট শুরু হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নেন তারা।প্রথম দফায় স্বল্প পরিসরে শুধু খাদ্যসামগ্রি বিতরন করলেও এপর্যায়ে শিক্ষা উপকরনও যুক্ত করেছেন।
ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ বলেন করোনা ভাইরাস (COVID-19) সংকট থেকে মোহনগঞ্জবাসীকে রক্ষা করতে প্রাথমিক পর্যায়ে তিন শতাধিক হ্যান্ড স্যানিটাইজার বিভিন্ন শ্রেনিপেশার মানুষদের বিনামূল্যে বিতরন করেন।গ্রামের মানুষদের সচেতন করার জন্য গ্রামে গ্রামে সচেতনতা মূলক কার্যক্রম চালান।
এছাড়াও সাম্প্রতিক বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের চেয়ারম্যান দ্বারা গৃহকর্মী মারুফা হত্যার প্রতিবাদেও সংগঠনটির সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।
মোহনগঞ্জ উপজেলা ছাত্র ইউনিয়নের নেতা ঐশ্বর্য্য আফরিন ঋতুর বলেন ছাত্র ইউনিয়নের গৌরবময় ইতিহাস আমাদেরকে এসকল কাজে অনুপ্রেরনা যোগায়।তিনি বলেন আমরা আমাদের সাধ্যমত মানুষের পাশে থেকে সহায়তা করার চেষ্টা করছি মাত্র।
সংগঠনের সদস্য আর শুভানধ্যায়ীদের সহযোগিতা নিয়ে আমাদের এই সহায়তা মেহনতি মানুষের জন্য যথেষ্ট নয়।শিক্ষার্থী হিসেবে সমাজের উপর দায়বদ্ধতার জায়গা থেকে আমরা কাজ করে গেলেও মূল কাজটা রাষ্ট্রের করার কথা ছিল।তিনি সমাজের বিত্তবানদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
ছাত্র ইউনিয়ন নেত্রকোনা জেলা কমিটির সভাপতির সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান সারা জেলাব্যাপী খেটে খাওয়া মানুষদের সহায়তা করার জন্য জেলা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে প্রায় দুই মাসব্যাপী কন্ট্রোল রুম সেবা পরিচালনা করা হচ্ছে।হটলাইনে যোগাযোগের মাধ্যমে ভুক্তভোগীদের খাদ্যসামগ্রী,স্বাস্থ্যসেবা,শিক্ষা উপকরন প্রদানসহ নানামুখি সেবা দিয়ে যাচ্চেন।
নেত্রকোনা জেলাবাসীকে করোনা মোকাবেলায় সহযোগিতা করতে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।তিনি আরো বলেন আমাদের সাধ অনেক কিন্তু সাধ্য সীমিত।সহযোগিতা পেলে আমারা আরো বড় পরিসরে কাজগুলো করতে পারব।