নান্দনিক শহর
মোহাম্মদ গালিব ইশরাক ইমরান
নন্দনের হাতছানি,
চলেছে শহরতলী।
শহর জুড়িয়া কী অপূর্ব শোভা!
দেখে যেন মনে হয় সুদীর্ঘ প্রভা।
যাই হেঁটে শহরের প্রান্তরে প্রান্তরে,
পাই শুধু নন্দন প্রতিমে প্রতিমে।
উঠেছে গড়ে অট্টালিকা প্রান্তরে প্রান্তরে,
ভরেছে শহর মন্থরে মন্থরে।
যাই হেঁটে পথ,
নাই যার ঠাঁই।
চেয়ে থাকি পথ,
দেখি শুধু নির্মাণের ঠাঁই।
পথ জুড়ে আছে বসে,
বণিকের দল।
যাচ্ছে চলে পথ,
ভায়ার দল।
চলছে বাহন,
এদিক সেদিক।
আকাশে ঘন মেঘ,
করিলো গর্জন।
মুহূর্তেই চেয়ে দেখি,
ধারার বর্ষণ।
উঠিলো রংধনু আকাশের পাশ,
তাকিয়ে দেখি তার অপূর্ব সাজ।
হেটে যাই পথ,
নাই কোনো নীরবতা।
চলিছে শহর,
রয়েছে মানবের উৎফুল্লতা।
চেয়ে থাকি নীরবে,
খুঁজি মোর আস্তানা।
যাই পেয়ে আপনার পথ,
চলি তার নির্জনতায়।