প্রত্যয় ডেস্ক, মৌলভীবাজার, বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য বর্ষিয়ান রাজনিতিবিদ ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আলহাজ্ব আজিজুর রহমান গত ১৮আগষ্ট মঙ্গলবার রাত আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফলে জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শূন্য হয়।
বাংলাদেশ নির্বাচন কমিশন ১৪সেপ্টেম্বর নির্বাচন পরিচালনা-২ উপ সচিব মো. আতিয়ার রহমান সময়সূচি ঘোষণা করেন। জেলা পরিষদ বিধিমালা ২০১৬ এর বিধি ১০ (৩) অনুযায়ী ২০অক্টোবর ২০২০ইং ভোট গ্রহনের দিন ধার্য করত ইতিপূর্বে নির্বাচন কমিশন সচিবালয় হতে জেলা পরিষদ সাধারন নির্বাচন ২০১৬ ইং উপলক্ষে জারিকৃত সকল আদেশ নির্দেশনা পরিপত্র এবং আইন ও বিধি অনুসরন পুর্বক জেলা পরিষদ মৌলভীবাজার এর শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্টানের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে। জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ বিধি ২৭ অনুসারে আগামী ২০অক্টোবর ২০২০ইং সকাল ৯টা হতে দুপুুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্টানের সময় সূচি নির্বাচন করার নির্দেশ দেয়া হয়।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, “আজ মঙ্গলবার তফসিল ঘোষণা করেছি। ২৩ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ।”
আগামী ২০অক্টোম্বর মৌলভীবাজারে জেলা পরিষদ চেয়ারম্যানের শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে জেলায় ইতিমধ্যে দৌড়ঝাপ শুরু হয়েছে। উপ-নির্বাচনে যাদের নাম ইতিমধ্যে শুনা যাচ্ছে তারা হলেন সাবেক সমাজ কল্যান মন্ত্রী মরহুম সৈয়দ মহসীন আলীর সহধর্মীনি ও সাবেক এমপি সৈয়দা সায়রা মহসিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বিশিষ্ট ক্রিড়া সংগঠক মিছবাহ উর রহমান, সাবেক এমপি এম এম শাহীন, জেলা আওয়ামীলীগের সদস্য ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ রহিম শহিদ (সিআইপি), জেলা যুবলীগ সভাপতি নাহিদ হোসেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংবাদিক বকসি ইকবাল আহমদ। ৬৭টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় মোট (নির্বাচকমন্ডলীর সদস্য) ভোটার ৯৫৬জন। জেলার ৭টি উপজেলার ১৫টি ওয়ার্ডে ১৫টি কেন্দ্রে ২০অক্টোবর ভোটাররা তাদের ভোট প্রদান করবেন।
রিপোর্টঃ হাফিজুল হক চৌধুরী স্বপন