স্পোর্টস ডেস্ক: বসুন্ধরা কিংস শীর্ষ লিগে ওঠার পর মোহামেডানের সঙ্গে দেখা হয়েছে ১৩ বার। স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ মিলিয়ে ১৩ বারের সাক্ষাতে জয়ের পাল্লা কিংসেরই ভারী। ঘরোয়া ফুটবলের নতুন এই পরাশক্তি জিতেছে ৮ বার। মোহামেডান জিতেছে ৩ বার। দুটি ম্যাচ ড্র হয়েছে।
পরিসংখ্যান বলছে, এই দুই দলের লড়াইয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চারবারের চ্যাম্পিয়নরাই ফেবারিট। ফেবারিটের তকমা নিয়েই সোমবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মৌসুমের প্রথম ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামছে বসুন্ধরা কিংস। প্রতিপক্ষ মোহামেডান। ফাইনাল শুরু হবে দুপুর পৌনে ২ টায়।
শক্তি-সামর্থ্যে কিংস এগিয়ে থাকলেও টুর্নামেন্টের ফাইনাল বলেই আশবাদী মোহামেডান। গত মৌসুমে মোহামেডান ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে। তার আগে এই গোপালগঞ্জে হওয়া সেমিফাইনালে মোহামেডান ২-১ গোলে হারিয়েছিল কিংসকে। মাঠে কিংসকে হারানোর স্মৃতিতে এখনো ধুলো জমেনি সাদাকালোদের। তাই সাদা-কালো সমর্থকরা আশা করতেই পারে এবার তাদের প্রিয় দল নিয়ে।
এই স্বাধীনতা কাপে মোহামেডান ধুঁকতে ধুঁকতে ফাইনালে উঠেছে। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না জিতেই উঠেছিল কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টারে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে উঠেছিল সেমিফাইনালে। গোপালগঞ্জেই তারা সেমিফাইনালে ১-০ গোলে রহমতগঞ্জকে হারিয়ে উঠেছে ফাইনালে।
অন্যদিকে বসুন্ধরা কিংস সেমিফাইনালে আবাহনীকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে। তার আগে কোয়ার্টার ফাইনালে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। গ্রুপ পর্বে কিংস বাংলাদেশ নৌবাহিনীকে হারিয়ে এবং চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ড্র করে নকাউট পর্বে উঠেছিল।
গত মৌসুমের তিন ট্রফির দুটি জিতেছিল বসুন্ধরা কিংস। একটি মোহামেডান। এবার মৌসুমের প্রথম ট্রফি জেতার হাতছানি দুই দলের সামনেই। দেখা যাক গোপালগঞ্জ জয় করে কাদের মুখে ফুটবে মৌসুমের প্রথম হাসি।