স্পোর্টস ডেস্ক: ২০২৩ বিশ্বকাপ যেন একের পর এক রেকর্ডের পসরা সাজিয়ে বসেছে। বিশ্বকাপের শুরুর দিকে ৪৯ বলে সেঞ্চুরি করে ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন মারকরাম। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ৪০ বল সেঞ্চুরি করে সেই রেকর্ডটি নিজের করে নেন গ্লেন ম্যাক্সওয়েল।
ম্যাক্সওয়েল এমনভাবে খেলছিলেন যে তাকে আটকানো যেন অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল ডাচ বোলারদের জন্য। ম্যাচ শেষে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, ‘তারা মানসম্পন্ন দল। আমাদের আরও ভালো খেলা উচিত ছিল আজ। আমরা শেষের দশ ওভারে পিছিয়ে পড়ি। ম্যাক্সওয়েল এমনভাবে খেলছিলেন তাকে আটকানো সম্ভব ছিল না।’
৪০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুমড়েমুচড়ে যায় ডাচ ব্যাটিং লাইনআপ। অথচ উইকেট ছিল ব্যাটিং সহায়ক। এডওয়ার্ডস বলেন, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য উপযোগী ছিল। আমাদের দুই ওপেনার ভালো শুরু করেছিল যে কারণে গত ১৮ মাস ধরে আমরা এত ভালো খেলছি। আমাদের আরও দ্রুত উন্নতি করতে হবে সবক্ষেত্রেই।’