স্পোর্টস ডেস্ক: অবিশ্বাস্য! অসাধারণ এক জয়। আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ঐতিহাসিক জয়টি পেলো তারা বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সেটাও আবার বিশ্বকাপ মঞ্চে। দুর্দান্ত খেলা আফগানিস্তান ৬৯ রানে হারিয়ে দিয়েছে ইংলিশদের। ৩ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন স্পিনার মুজিব উর রহমান। ম্যাচ সেরার পুরস্কারটিকে তিনি আফগানিস্তানে সম্প্রতি আঘাত হানা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করছেন বলে জানান।
মুজিব পুরস্কার মঞ্চে এসে বলেন, ‘এই ম্যাচ সেরার ট্রফি আফগানিস্তানের হেরাতে যারা ভূমিকম্পে আক্রান্ত হয়েছে তাদের জন্য আমি নিয়ে আসবো। এই পুরো জয়টিই তাদের জন্য।’
ব্যাটে বলে এদিন দুর্দান্ত পারফর্ম করেছে আফগানিস্তান। বোলিং তিন স্পিনার মিলে ৮ উইকেট নিয়েছে তারা যা ইংল্যান্ডের ক্ষেত্রে বিশ্বকাপ ইতিহাস এই প্রথমবার এমন ঘটলো।
মুজিব বলেন, ‘এটা গর্ব করার মতো মুহূর্ত আমাদের যে বিশ্বকাপ চ্যাম্পিয়নে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলেরই একাতবদ্ধ থাকার ফসল। আমরা অনেক পরিশ্রম করেছি। আমরা বড় দলকে হারিয়েছি। ব্যাটে বলে আজ আমরা সেরা ফর্মে ছিলাম।’
পাওয়ারপ্লেতে দারুণ বল করা মুজিব নিজের বোলিং নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন। ‘পাওয়ারপ্লেতে বোলিং করাটা অনেক কঠিন যেখানে আপনার মাত্র দুইজন ফিল্ডার বাইরে থাকতে পারে। নতুন বলে ধারাবাহিক ভালো বোলিং করে যাওয়াটাই আমার লক্ষ্য। আমি সবসময় চেষ্টা করি স্ট্যাম্প বরাবর বল করতে। আমরা জানতাম শিশির কিছুটা সুবিধা দিবে আমাদের। তাই আমি অধিনায়ককে বলেছিলাম আমাকে পাওয়ারপ্লেতে বল দিতে। ব্যাটিংয়ে আমার ২৮ রান করাটাও দলকে অনেক সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিয়েছিল।’