স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার ডার্বিতে নিজেদের মাঠে বিধ্বস্ত হয়েছে ম্যানইউ। বিষয়টি মোটেও মেনে নিতে পারছেন না ম্যানইউ কোচ এরিক টেন হাগ। এ ঘটনাকে তিনি তার ক্যারিয়ারে সবচেয়ে বাজে একটা দিন বলে মনে করছেন।
ম্যানইউয়ের হয়ে টেন হাগের সময়টা যে ভালো যাচ্ছে- তা নয়। একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়েছে তার দল। ১০ ম্যাচ থেকে সংগ্রহ মাত্র ১৫ পয়েন্ট। ম্যানসিটির কাছে এই হার ম্যানইউতে তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন কিনা- এমন প্রশ্নের উত্তরে এক কথায় ‘হ্যাঁ’ বলে জানিয়েছেন।
টেন হাগ বলেন, অবশ্যই এটা খুবই হতাশাজনক। তবে গত বছর আমরা অনেক ভালো করেছি। যখন ডার্বিতে এভাবে হার হয় তখন তা খুবই হতাশাজনক।
ম্যাচের বিভিন্ন ঘটনা উল্লেখ করে তিনি বলেন, প্রথমার্ধে আমরা ভালো খেলেছি। আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছি। দ্বিতীয়ার্ধে আমরা বেশি আক্রমণাত্মক খেলতে চেয়েছিলাম। তখনই তারা দুই গোলে এগিয়ে যায়। ওই সময় থেকে ম্যাচটা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে।
দশ ম্যাচে ম্যানইউয়ের এটা ছিল পঞ্চম হার। ১৯৮৬ সালের পর এই প্রথম তারা লিগের প্রথম ১০ ম্যাচের অর্ধেকটাতেই হারলো। শীর্ষে থাকা টটেনহামের সঙ্গে এরই মধ্যে তাদের ব্যবধান ১১ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ মৌসুমে সব মিলিয়ে ১৪ ম্যাচের সাতটিতে হেরেছে ম্যানইউ। তবে আশা ছাড়ছেন না টেন হাগ। তার বিশ্বাস দ্রুত ম্যানইউ ঘুরে দাঁড়াবে। টেন হাগ বলেন, আমরা প্রথম যে তিন ম্যাচ জিতেছিলাম সে সব ম্যাচে আমাদের স্পিরিট ছিল দূর্দান্ত। এখন আমাদের ধৈর্য্য ধরতে হবে। ইনজুরিতে যে সব খেলোয়াড় বাইরে রয়েছে তারা ফিরলে আমরা শক্তিশালী দল হয়ে উঠবো।