স্পোর্টস ডেস্ক: জমে উঠেছে টেস্ট ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় আসর অ্যাশেজ। এখন পর্যন্ত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। তবে, শেষ টেস্টে ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানো বাড়িয়েছে অ্যাশেজের উত্তাপ। প্রথম দুই টেস্ট জিতে অস্ট্রেলিয়া লিড নিলেও, ইংল্যান্ডও ছাড় দিতে নারাজ। হেডিংলি টেস্টের পর ম্যানচেস্টার টেস্টের একাদশ নিয়ে চলছে জল্পনা কল্পনা। ডেভিড ওয়ার্নারের খেলা না খেলা নিয়ে আলোচনা সবচেয়ে বেশি।
বেশিদিন আর টেস্ট খেলবেন না, এমন সিদ্ধান্ত জানিয়েছিলেন ওয়ার্নার। পারফরম্যান্স যেমন হচ্ছে, তাতে ক্যারিয়ার নিয়ে শঙ্কার জায়গাও আছে। সিরিজের শুরু থেকেই তাকে নিয়ে আলোচনা। লর্ডসে এক ফিফটি ছাড়া এ সিরিজে বলার মতো কিছু করতে পারেননি। তাকে হেসেখেলে আউট করছেন স্টুয়ার্ট ব্রড। হেডিংলি টেস্টের দুই ইনিংস সহ এই ইংলিশ পেসারের বলে রেকর্ড ১৭ বার আউট হয়েছেন অজি ওপেনার।
ম্যানচেস্টার টেস্টের আগে, ওপেনিংয়ে সম্ভাব্য সবকটি অপশন নিয়ে ভাবছে অস্ট্রেলিয়া। দলের ব্যাক আপ ওপেনার মার্কাস হ্যারিস আছেন টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায়। দুর্দান্ত ইনিংস খেলা মিচেল মার্শকে ওপেনিংয়ে প্রমোশন দেয়ার কথাও ভাবছে তারা।