ময়মনসিংহ প্রতিনিধি: সব মহল থেকে অভিযোগ ছিল ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে চলাচল কারি গণপরিবহন গুলো সরকার নির্ধারিত কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই তাদের খেয়ালখুশি মতো পরিবহন চালাচ্ছে। আর এসব অভিযোগের ভিত্তিতে আজ সোমবার উপজেলা সদরের সমূর্ত্ত জাহান মহিলা কলেজের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দীন ।
এসময় গণ পরিবহনে সরকারের বিধিমালা অপেক্ষা করে অতিরিক্ত যাত্রী বহণ, মাস্ক পরিধান করা,অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া এমকে সুপার( ঢাকা মেট্রো জ-১৪-১৯১২) নামে একটি বাস যাত্রী নিয়ে কিশোরগঞ্জ সদরে যাচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত তল্লাশি করে দেখতে পারে এই গাড়ির চালক হলো ১৫ বছর বয়সী শাহ-আলম নামে এক কিশোর। বাসটিকে আটক করে ভ্রাম্যমাণ আদালত । গাড়ির মালিককে ফোন করলে মালিক তার ভাই মোঃ আরিফ উদ্দিনকে পাঠায়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দেয় আরিফ উদ্দিনকে। আরিফ উদ্দিন জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পায়।
এবিষয়ে ইউএনও এরশাদ উদ্দীন বলেন, সরকারের বিধিমালা অমান্য করায় গণ পরিবহনে এই জরিমানা করা হয়েছে। চালক কিশোর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মালিক পক্ষকে সাজা দেওয়া হয়েছে।