যশোর প্রতিনিধি: অসময়ে টমেটো চাষ করে সাফল্যের মুখ দেখছেন যশোরের বাঘারপাড়া উপজেলার দাদপুর অঞ্চলের কৃষকরা। ভাল ফলন আর দাম পাওয়ায় অল্প জমিতে চাষ করেই বেশি লাভের মুখ দেখছেন চাষীরা। ফলে অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন গ্রীষ্মকালীন টমেটো চাষে। এব্যাপারে টমেটো চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
জেলার ছাতিয়ানতলা, বলরামপুর, রুস্তমপুর এলাকার অনেক চাষী এবার গ্রীষ্ম মৌসুমে টমেটো চাষ করেছেন। এক বিঘা জমিতে চাষে খরচ হয় দেড় লাখ টাকা, আর বিক্রি করা যায় প্রায় পাঁচ লাখ টাকার মতো।গ্রীষ্মকালীন এই চাষের জন্য মার্চ মাস থেকে জমি প্রস্তুত করা হয়। টমেটোর সুরক্ষায় বাঁশের মাচা তৈরি করে উপরে দেয়া হয় স্বচ্ছ পলিথিন। গাছ রোপণের ৬০ দিন পর থেকে ফলন আসতে শুরু করে। প্রতিকেজি বিক্রি হয় ৫৫ থেকে ৬০ টাকায়।
ব্যবসায়ীরা দূর দূরান্ত থেকে এসে মাঠ থেকেই টমেটো কিনে নিয়ে যায়। বাজারে এর চাহিদাও ব্যাপক বলে জানান ব্যবসায়িরা। এই গ্রীষ্মকালীন টমেটো চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কম খরচে বেশি লাভ হওয়ায় জেলায় এই আগাম টমেটো চাষ বাড়ছে বলেও জানান তিনি।