নিজস্ব প্রতিবেদকঃ প্রানঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণকালীন পরিস্থিতিতে গত ১ এপ্রিল DC Gulshan – DMP নামক গুলশান বিভাগ পুলিশের অফিসিয়াল ফেইজবুক পেইজ থেকে “অসহায়, দুস্থ, কর্মহীন, নিম্ন আয়ের চাকুরিজীবী, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত যারা হাত পাততে পারেন না এই সংকটময় পরিস্থিতিতে নিত্যপণ্য সহায়তার জন্য মোবাইল নম্বর সহ ইনবক্স করুন। পরিচয় গোপন রেখে সাধ্যমত সহায়তা করা হবে”- মর্মে স্ট্যাটাস দেয়া হয়।
এরপর থেকেই কর্মহীন, অসহায় নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তদের বাসায় তাদের পরিচয় প্রকাশ না করেই প্রতি রাতে গুলশান বিভাগের পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও শিশুখাদ্য পৌঁছিয়ে দেয়া হয়। এ পর্যন্ত ১০ হাজার পরিবারের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছানো হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) গুলশান বিভাগ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজে দেয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কৃতজ্ঞচিত্তে স্মরণ করতে চাই বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে যারা এই মহতী কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত হয়েছেন। এছাড়া সকৃতজ্ঞ ধন্যবাদ জানানো হয়, প্রিন্ট, ইলেকট্রনিক ও নিউজ পোর্টালের সাংবাদিক বন্ধুদের যারা গুরুত্ব সহকারে তাদের এই মানবিক প্রয়াস নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন।
জানা যায়, আগামী ১ জুলাই থেকে গুলশান বিভাগের পক্ষ হতে নাভানা গ্রুপের সার্বিক পৃষ্ঠপোষকতায় এই মহতী প্রয়াসের দ্বিতীয় পর্যায় আরও বেগবানভাবে শুরু করতে যাচ্ছে। মিডিয়া পার্টনার হিসেবে আছেন চ্যানেল একাত্তর টিভি ও বাংলা ট্রিবিউন। প্রাথমিকভাবে ২০ হাজার পরিবারের নিকট খাদ্য উপহার পৌঁছানো উদ্যোগ নেয়া হয়েছে।
গুলশান বিভাগের আওতাধীন গুলশান, বনানী, ভাটারা, বাড্ডা, খিলক্ষেত ও ক্যান্টনমেন্ট থানা এলাকায় বসবাসরত অসহায়, কর্মহীন নিম্ন আয়ের চাকুরিজীবী, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত যারা হাত পাততে পারেন না নিত্যপণ্য সহায়তার জন্য মোবাইল নম্বরসহ DC Gulshan – DMP ফেসবুক পেইজে (https://www.facebook.com/dcgulshan) ইনবক্স করুন। পরিচয় গোপন রেখে সাধ্যমত সহায়তা করবে গুলশান বিভাগ আর নাভানা গ্রুপ।