আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মৌলিক ইসলামকে টার্গেট করলে মিত্র দেশটির অতি বলপ্রয়োগমূলক পদক্ষেপের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক বিশেষ দূত।
ম্যাক্রোঁর পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে দূত স্যাম ব্রাউনব্যাক সাংবাদিকদের বলেন, ফ্রান্সে যা ঘটছে, তা নিয়ে অবশ্যই আমি উদ্বিগ্ন। গঠনমূলক অঙ্গীকার থাকতে পারে। যেটি ক্ষতির বদলে সহায়ক হতে পারে। তিনি বলেন, যখন আপনি মারাত্মকভাবে বলপ্রয়োগে যাবেন, তখন পরিস্থিতি আরও খারাপ অবস্থায়। উগ্রপন্থার বিরুদ্ধে ধরপাকড়ের নির্দেশ দিয়েছেন ম্যাক্রোঁ। কোনো মসজিদে কর্তৃপক্ষ উগ্রবাদের প্রচার করলে তা বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে।
এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..