1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

যুক্তরাষ্ট্রে ফেলোশিপ ঘোষণা

  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ২০৮ Time View

প্রত্যয় নিউজডেস্ক: যুক্তরাষ্ট্রে পেশাগত দক্ষতা উন্নয়ন সংক্রান্ত ফেলোশিপ ২০২১-২২ সালের কমিউনিটি সলিউশন প্রোগ্রামের জন্য আবেদনপত্র নেয়া হচ্ছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিউনিটি সলিউশন প্রোগ্রাম হলো নিজ নিজ জনসমাজের জটিল অর্থনৈতিক, পরিবেশগত, রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মরত সামাজিক নেতাদের জন্য এক বছরব্যাপী পেশাগত দক্ষতা উন্নয়ন কার্যক্রম। এ কার্যক্রমের আওতায় রয়েছে যুক্তরাষ্ট্রে একটি সমাজভিত্তিক প্রতিষ্ঠান, সরকারি দফতর বা আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানের সঙ্গে চার মাসব্যাপী ফেলোশিপ এবং যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা অর্জনের আগে, চলাকালে ও পরে কমিউনিটি লিডারশিপ ইনস্টিটিউট থেকে সশরীরে ও অনলাইন মাধ্যমে প্রত্যেক ফেলোর প্রয়োজন অনুযায়ী প্রণীত শিখন ও পাঠ গ্রহণের ব্যবস্থা। আবেদনের শেষ তারিখ ২৮ অক্টোবর।

কমিউনিটি লিডারশিপ ইনস্টিটিউট প্রদত্ত যথোপযুক্ত প্রশিক্ষণ, ব্যবহারিকভাবে শেখার অভিজ্ঞতা এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রয়োজন অনুযায়ী প্রণীত ফেলোশিপের মাধ্যমে সিএসপি ফেলোগণের যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক কাজের মূল্যবান অভিজ্ঞতা অর্জনসহ তাদের দক্ষতা ও জ্ঞান এবং তাদের নিজ দেশে নেতৃত্বদান ও উন্নয়ন কাজের সক্ষমতা বৃদ্ধি পায়। বাংলাদেশে সমাজভিত্তিক উদ্যোগের জন্য কর্মপরিকল্পনা তৈরির পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামাজিক উন্নয়নে বহু বছরের অভিজ্ঞতা নিয়ে যুক্ত হওয়ার মাধ্যমে তারা পারস্পরিক সমঝোতার দূত হিসেবেও কাজ করেন।

অবেদনকারীকে ২০২১ সালের জানুয়ারিতে বয়স হতে হবে ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে। বাংলাদেশের নাগরিক হতে হবে। নিজ দেশের জনসমাজের পক্ষে কর্মরত শরণার্থী ব্যক্তিদের জন্য বিশেষ বিবেচনা করা যেতে পারে। আবেদনকালে ইংরেজিতে কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। নেতৃত্বদানের অভিজ্ঞতা ও সম্ভাবনা থাকতে হবে।

আবেদনের বিস্তারিত নির্দেশনা ডাউনলোড করা যাবে এই লিংক www.irex.org থেকে। আবেদনের সব নির্দেশনা পর্যালোচনার পর কোনো প্রশ্ন থাকলে ই-মেইল করা যাবে cspapply@irex.org এই ঠিকানায়।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..