রংপুর সংবাদদাতা: রংপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত করোনা আইসোলেশন স্পেশাল হাসপাতালে ৭ জনের মৃত্যু হয়েছে। রংপুরে গত ২ এপ্রিল থেকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত এপ্রিল মাসে রোগী ছিল ৪৪ জন। শনিবার পর্যন্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩১৮ জনে। কোয়ারেন্টাইনে ছিলেন ২৫৬ জন, ছাড়পত্র প্রাপ্তের সংখ্যা ২৫৬ জন, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩১৮ জন। আইসোলেশন করোনা হাসপাতালে ভর্তির সংখ্যা ৩৭ জন। সুস্থ রোগীর সংখ্যা ১১০ জন।
আইসোলেশন হাসপাতালে পরিবার-পরিজনের মায়া দূরে ঠেলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে করোনা রোগীদের সেবা দিতে হচ্ছে চিকিৎসকদের। স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের ঈদও কেটেছে হাসপাতালে রোগীদের চিকিৎসা দিয়ে। রংপুর সিটি করপোরেশনের করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. কামরুজ্জামান এবনে তাজ জানান, স্বজনদের দূরে রেখেই এবার কেটেছে তাদের ঈদ।
আর রংপুর সিটি করপোরেশন র্যাপিড রেসপন্স টিমের অন্যতম সদস্য স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুল কাইয়ুম জানান, রোগীদের দৈনন্দিন স্বাস্থ্যসেবার কাজ করতে গিয়ে প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে তাদের ভুলে থাকতে হচ্ছে নিজের পরিবারের কথা। আবার অল্প সময়ের জন্য কখনো বাড়িতে গেলেও মন চাইলেও কাছে টেনে আদর করতে পারেন না সন্তানদের।