মোঃ সোলেমান হোসেন, রংপুর প্রতিনিধিঃ আজ ১৭ এপ্রিল শনিবার বিকেলে র্যাব-১৩ সহযোগীতায় ম্যাজিস্ট্রেট মিঠাপুকুর উপজেলার সহাকারী কমিশনার (ভূমি) নূর-ই-আলম সিদ্দিকি বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
এতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) রংপুরের মিঠাপুকুর উপজেলার ছড়ান এলাকায় তাহান ফুডস নামে একটি সেমাই কারখানায় অভিযান চালিয়ে পণ্যের মান সনদ না নিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও বিক্রয়ের অপরাধে এক সেমাই কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।এমনকি অস্বাস্থ্যকর কয়েক ড্রাম পাম তেল জব্দ করে ধ্বংস করা হয়।
আরও পড়ুন : রংপুরে অনুমোদনহীন পণ্য বিক্রির দ্বায়ে একজন গ্রেফতার