নিজস্ব প্রতিবেদক: একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সন্তানদের যুগোপযোগী হিসেবে গড়ে তোলার স্বীকৃতি হিসেবে ‘রত্নগর্ভা মা’ পদক পেয়েছেন চাঁদপুর জেলার বালিয়া ইউনিয়নের মোছা. সুফিয়া বেগম।
রোববার (১৪ মে) দুপুরে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড-২০২২ এর আয়োজন করে আজাদ প্রোডাক্টস।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ এর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিশেষ ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আজাদ প্রোডাক্ট এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
রত্নগর্ভা মা সুফিয়া বেগম চার সন্তানের (তিন ছেলে ও এক মেয়ে) জননী। প্রথম ছেলে আশ্রাফুল মামুন, বিসিএস ক্যাডার (সাধারন শিক্ষা)। বর্তমানে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারি পরিচালক (প্রশাসন)। দ্বিতীয় ছেলে ড. আব্দুল্লা আল-মমিন বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে রয়েছেন। তৃতীয় ছেলে ড. সৈয়দ মোহাম্মদ মহসিন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে রয়েছেন। একমাত্র মেয়ে সম্প্রতি এমএ (বাংলা) সম্পন্ন করে।
বিগত ২০ বছর ধরে ‘রত্নগর্ভা মা’ পদক দিচ্ছে আজাদ প্রোডাক্টস। ২০০৩ সালে চালু হয় এই পদক। এ বছর আজাদ প্রোডাক্টস ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২২’ এর বিশেষ ক্যাটাগরিতে ১১ জনকে পদক দেওয়া হয়েছে। এরা হলেন- যমুনা বিশ্বাস, রহিমা বেগম, আফরোজা বেগম (তামান্না), মহিনূর বেগম, মনোয়ারা বেগম, মেহেরুন নেছা খানম, শাম্মীয়ারা আক্তার, অধ্যাপক রহিমা খাতুন, মিলন রহমান, শামসুন্নাহার চৌধুরী ও সামসুন নাহার।
এছাড়া সাধারণ ক্যাটাগরিতে ২৫ নারী পদক পেয়েছেন। তারা হলেন- মাহমুদা নুরুন নাহার, জায়েদা খাতুন, হাসিনা আক্তার, সুফিয়া বেগম, রওশন আরা, সৈয়দা রোকসানা বেগম, আয়শা আক্তার, আরজিমা চৌধুরী, দিলরুবা খানম, মাহমুদা বেগম, রোকেয়া বেগম, মাসুদা খাতুন, জাহানারা আক্তার, রীনা খান, রৌশন আখতার, হালিমা খাতুন, আহসান সাবেরা কামাল, আনিস ফাতেমা জেসমিন, ফাতেমা মুনসেফ, বাসন্তী রানী ধর, ফরিদা খানম, আয়েশা বেগম, ফাতেহা হোসেন, আঁখি রানী সূত্রধর এবং আঞ্জুমান আরা বেগম।