আমি হিংসুক
—- রবিন হালদার
আমি হিংসুক
হ্যাঁ। আমার হিংসে হয়
হিংসে হয় পরবর্তী প্রজন্মে।
কেন তোমরা আসবে পরে?
কেনইবা আমি আগে?
রবে তুমি,আমি যাবো বিদায়।
বিদায়ে কি দায়মুক্তি হয়?
শুনেছো নাকি?
প্রকৃতিরে করেছি বিষ
পঁচিয়েছি জল বাতাস।
তাইতো আজি প্রকৃতির জ্বর,
কাল হবে শ্বাসকষ্ট,
পরদিন নেবো ভেন্টিলেটরে।
পর প্রজন্ম হও আগুয়ান
নাও মোর দায়ভার।
আমি ব্যর্থ,
আমি ধ্বংসী,
আজি আটকে আমার শ্বাস
অন্যায়ের শাস্তি হেতু,
দায়মুক্তি হোক মোর প্রয়াস।
তোমরা নাকি হবে অাধুনিক?
দেবো আশীষ
দেবো প্রাণভরে।
প্রকৃতির সতেজ করে
মুক্ত করো আমারে।
যাহা পারি নি আজি আমি
পারিবে তুমি তাহা কাল।
এ জন্য হয় হিংসে
করিব হিংসে চিরকাল।
লেখক : শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়