অর্ণব মল্লিক,কাপ্তাই প্রতিনিধি:“বাড়ছে সেবা বহর-গ্রাম হবে শহর” – স্লোগানকে সামনে রেখে এটুআই ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের নির্দেশনা অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মুজিব শতবর্ষে- সেবা ক্যাম্পেইন-২০২০ রাইখালী ইউডিসিতে শুভ উদ্বোধন করা হয়েছে। আগামী ১১নভেম্বর পর্যন্ত এই মুজিব শতবর্ষে এই সেবা ক্যাম্পেইন চলবে।
সোমবার(১২ অক্টোবর) ২নং রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ এনামুল হক ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন। এসময় ইউপি সচিব কালো বরন চাকমা, চন্দ্রঘোনা থানার এস আই সাগর দে, রাইখালী ব্লকে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুখেন তনচংগ্যা, ইউপি সদস্যা মাসানু মারমা, উনুচিং মারমাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিসহ ইউডিসিতে কম্পিউটার প্রশিক্ষণরত শিক্ষার্থীরা ও সেবা গ্রহিতারা উপস্থিত ছিলেন । এসময় রাইখালী ইউডিসি পরিচালক বিশু তনচংগ্যা জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে আগামী ১১ নভেম্বর ইউডিসির ১০তম বর্ষ পুর্তি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে এটুআই ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে কাজ শুরু করেছে। তার মধ্যে এই মুজিব শতবর্ষে সেবা ক্যাম্পেইন-২০২০ অন্যতম