রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে বন্যপ্রানী সংরক্ষন ও আবাস্থল উন্নয়ন প্রকল্পের আওতায় বন্যপ্রানী ব্যবস্হাপনা,সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বিষয়ক স্বল্পমেয়াদী (১০ দিন ব্যাপী) প্রশিক্ষন এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙামাটি বনসংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম, প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ড.তপন কুমার দে (অব.)উপ বন সংরক্ষক,রাঙামাটি ।
১৬ জুন বৃহস্পতিবার বন সংরক্ষক,রাঙামাটি সার্কেল সভাকক্ষে সভাপতিত্ব করেন মো:রফিকুজ্জামান শাহ ,বিভাগীয় বন কর্মকর্তা,পার্বত্য চট্রগ্রাম দক্ষিন বন বিভাগ,রাঙমাটি বক্তব্য রাখেন পা.চট্টগ্রাম উত্তর বনবিভাগের ডিএফও অজিত কুমার রুদ্র । আয়োজনে পা.চট্টগ্রাম দক্ষিন বনবিভাগ রাঙামাটি ।
উল্লেখ্য যে,১৪ জুন লংগদুর ভাস্যইন্না আদম স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের বন্যপ্রাণী সংরক্ষকন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষকন দেয়া হয় । প্রজেক্ট এর মাধ্যমে বন্য প্রাণী সংরক্ষকন বিষয়ে উম্মুক্ত দেখানো হয় । প্রশিক্ষকন শেষে বিধিমালা অনুসারে অংশগহনকারীদের মাঝে সম্মানী প্রদান করা হয় ।