নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটিতে উদযাপিত হচ্ছে আদিবাসী দিবস। সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রার আয়োজন করে আদিবাসী ফোরাম রাঙামাটি জেলা। বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও সভাপিত হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ক্রেন্দ্রীয় সভাপতি ঊষাতন তালুকদার।
আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা পৌরসভা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নানা বয়সী পাহাড়ী জনগোষ্ঠির সাধারণ মানুষ তাদের ঐতিহ্যবাহী পোষাক পড়ে অংশগ্রহণ করেন। আইএলও কনভেনশন অনুযায়ী দ্রুত আদিবাসী স্বৃকীতি দাবি জানিয়ে বক্তারা বলেন, আদিবাসী স্বীকিৃতি না দিয়ে সরকার পাহাড়ি জনগোষ্টির আধিকার খর্ব করা হচ্ছে। স্বকৃতি না পাওয়া ও নানা বঞ্চনায় পাহাড়ের মানুষ ভালো নাই। একইসাথে দ্রুত আদিবাসী স্বিকৃতি প্রদানের পাশাপাশে চুক্তির পুর্ণাঙ্গ বাস্তবাায়নের জোড় দাবি জানান বক্তারা।