চৌধুরী হারুনুর রশীদ, রাঙামাটি : রাঙামাটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান মেয়র আকবর হোসেন চৌধুরী বিপুল ভোটে পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ২২ হাজার ৮০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্ধী বিএনপির অ্যাডভোকেট মো.মামুনুর রশিদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৩৫ ভোট। ভোট গণনা শেষে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার শফিকুর রহমান এসব নির্বাচনি ফলাফল ঘোষণা করেন।
এ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করেন ৫ জন। সংরক্ষিত নারী আসনে কাউন্সিলর জয়ী হয়েছেন, জ্যো¯œা বেগম (১, ২ ও ৩), নির্মলা দেওয়ান (৪, ৫ ও ৬) এবং জুবাইতুন নাহার (৭, ৮ ও ৯)। সাধারণ ওয়ার্ডে জয়ী কাউন্সিলররা হলেন- মো. হেলাল উদ্দিন (১ নম্বর ওয়ার্ড), করিম আকবর (২ নম্বর ওয়ার্ড), পুলক দে (৩ নম্বর ওয়ার্ড), মো. নুরুন্নবী (৪ নম্বর ওয়ার্ড), বাচিং মারমা (৫ নম্বর ওয়ার্ড), রবি মোহন চাকমা ( ৬ নম্বর ওয়ার্ড), জামাল উদ্দিন (৭ নম্বর ওয়ার্ড), কালায়ন চাকমা (৮ নম্বর ওয়ার্ড) এবং সন্তোষ কুমার চাকমা (৯ নম্বর ওয়ার্ড)।এদিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত নির্বাচন অফিস ঘেরাও করে রেখেছে ২নং ওয়ার্ডের গাজর প্রতীক প্রার্থী আবদুল মালেক । তার সমর্থকদের ধারণা কাউন্সিলার প্রার্থী হারিয়ে দেয়া হয়েছে । আব্দুল মালেক এর প্রাপ্ত ভোট ১২১০ নির্বাচিত আব্দুল করিম ভোট পেয়েছেন ১৬৫৮ ভোট ।
চৌধুরী হারুনুর রশীদ, রাঙামাটি: ১৪ ফেব্রুয়ারি ২০২১।