নিজস্ব প্রতিনিধি: পার্বত্য অঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে আরো বেশি তৎপরতা বাড়ানো আহবান জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি । তিনি বলেন পুলিশ জনগণের বন্ধু, এ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে আইন শৃঙ্খলা কাজ করে যেতে হবে।
শনিবার ৩০ অক্টোবর রাঙামাটিতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, রাঙামাটি জেলা পুলিশিং কমিউনিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মহসিন রানা।
রাঙামাটি জেলায় পুলিশিং কার্যক্রমে ভুমিকা রাখায় রাঙামাটি জেলা পুলিশিং কমিউনিটির সভাপতি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও বরকল থানার এ এসআই অভি গুপ্তকে অ্যাপয়ার্ড প্রদান করা হয়। এর আগে রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে,র উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। পুলিশ সুপার কার্যালয় থেকে মোটর শোভা যাত্রা অনুষ্ঠিত হয়। মোটের শোভা যাত্রাটি রাঙামাটি পুলিশ সুপার কার্যালয় থেকে শুরু হয়ে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়।