রাঙামাটি প্রতিনিধি: স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটি প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাঙামাটি প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ,দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ,কে,এম মকছুদ আহমেদ,দৈনিক ইনকিলাব প্রতিনিধি সৈয়দ মাহবুবুর রহমান,রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক,রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম.নাজিম উদ্দিন,কোষাধ্যক্ষ পুলক চক্রবর্ত্তী,সদস্য ইয়াছিন রানা সোহেল,মোহাম্মদ সোলায়মান,কায়েস,মো.হান্নান,আলমগীর মানিক,সাংবাদিক কামাল উদ্দিন,ফাতেমা জান্নাত মুমু বিহারি চাকমা প্রমূখ।
পরিচালনা করেন সাংবাদিক মনসুর আহমেদ মান্না।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা নন। তিনি বিশ্বনেতা। বাঙালি জাতিকে বিশ্ব দরবারে পরিচিত করেছেন বঙ্গবন্ধু। তাঁর মহান ব্যক্তিত্বের প্রতি ঈর্ষান্বিত হয়ে দেশি-বিদেশী চক্রান্তে তাঁকে স্বপরিবারে শহিদ করা হয়েছিল। তাঁকে শহিদ করে বিশ্বের ইতিহাস থেকে তাঁর স্মৃতি ও কীর্তি মুছে ফেলা যায়নি,যাবেও না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর ইতিহাস সমুজ্জল থাকবে।
আলোচনা সভা শেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ শহিদ সকলের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া করেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি চৌধুরী।