চৌধুরী হারুনর রশীদ, রাঙামাটি প্রতিনিধিঃ রাঙামাটিতে ঝুকিপুর্ণ স্থানে প্রশাসনের নির্দেশনা না মেনে খাস জায়গায় ও ঝুকিপুর্ণ স্থানে মাটি কেটে ভবন নিমার্ণ করার অভিযোগ। গত ১৩ জুন ২০১৭ সালে পাহাড় ধসের পর ব্যাপক প্রাণহানি পর রাঙামাটি পৌর শহরে বেশকিছু ঝুকিপুর্ণ হিসাবে সাইনবোর্ড দিয়ে প্রশাসন সর্তক করা হয়েছে। এবং বেশকিছু গুরুত্বপুর্ণ সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে।
সরেজমিনে দেখে গেছে, ভেদভেদী মুসলিম পাড়া সড়ক ও জনপথ বিভাগের গোডাউনের সীমানা প্রাচীর ঘেষে জনৈক জুয়েল সিএনজি গ্যারেজ মিস্ত্রি মাটিকেটে এক তলা ছাদ ঢালাই করেছে । দ্বিতীয় তলার ছাদ ঢালাই প্রস্ততি চলছে। যেখানে ভবন নির্মাণ কাজ চলছে সেখান থেকে খাড়াভাবে নীচে প্রায় দেড় শত ফুট। কোন সুস্থ মানুষ নীচে নামা- উঠা করতে পারবে না। এমনিতে বিল্ডিং কোর্ড ও ইমারত বিধিমালা অনুসরণ করা হয়নি। বর্তমানে পৌরশহরে পাইলিং ব্যতীত কোন নকশা অনুমোদন দিচ্ছে না বলে জানা গেছে।
ভবন নির্মানের অনুমতি আছে কিনা প্রশ্ন করা হলে জুয়েল প্রতিবেদকে জানায়, এখনো অনুমতি নেয়া হয়নি। খাস জায়গায় কোন সংস্থা অনুমতি দিবে জিজ্ঞাসা করলে জুয়েল জানায় বাড়ী নিমার্ণ করতে খাস জায়গা ক্রয় করেছি।
জেলা প্রশাসনের নেজারত ডিপুটি কালেক্টর (এনডিসি) আরিফুর রহমান বলেন-আমরা ঘটনাস্থলে গিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নিব।