চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি :বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন ও ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টা জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে । জেলা একেএম মামুনুর রশিদ সভায় ক্ষোভ প্রকাশ করে বলেন,২১ ফেব্রয়ারী আন্তজার্তিক মাতৃভাষা দিবসে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কেউ অংশগ্রহন করতে দেখা যায় না।
এমনি রাঙামাটিতে কোন এনজিও এসব জাতীয় অনুষ্ঠানে অংশ গ্রহন করতে দেখা যায় না । সাংবাদিক ও চিত্র অংকন অংশগ্রহনকারীর অভি ভাবকদের দেখা যায় । আগামী ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুবার্ষিকী উদযাপনে সকলপ্রতিষ্ঠানের উপস্থিতি নিশ্চিত করতে চাই । সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.মামুন এডিসি রেভিনিউ শিল্পী রানী রায় ও অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান ।
প্রস্তুতিমূলক সভায় আগামী ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতেকা উত্তলন, শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাংকন ও বঙ্গবন্ধুর জীবনীর উপর রচনা প্রতিযোগীতাসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়।
এবারে করোনা পরিস্থিতির কারণে আনন্দ র্যালী ও শিশু কিশোর সমাবেশ পালন করা হবে না বলেও জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ।
## চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি ২২ এপ্রিল ২০২১