রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে বন্যহাতি দ্বারা আক্রান্ত মানুষের জানমালের ক্ষতিপুরুনের চেক বিতরণ করা হয় ।
৩০ জুন বুধবার সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্য্যলয়ে অনষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক মো.মিজানুর রহমান ,পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ সভাপতিতে¦ বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা অজিত কুমার রুদ্র । চেক প্রদান করা হয় দুইজনকে ৩ লক্ষ টাকা করে ৬ লক্ষ টাকা। এরা হলেন লংগদু ফিরোজা বেগম ও সুধাংশু বিকাশ পাল ।
কাপ্তাই বন্য হাতির আক্রমনে নিহত বেড়াইতে আসা অভিষেক পাল (শিক্ষার্থী)র তিন লক্ষ টাকার চেক গ্রহন করেন তারই পিতা-সুধাংশু বিকাশ পাল কোম্পানীগঞ্জ, নোয়াখালী । সুধাংশু বিকাশ পাল জানান ,আমার একমাত্র সন্তান হারিয়ে তার মা এখন পাগল প্রায় । তিনি আরো বলেন, তাই আমি এই তিনলক্ষ টাকা আমার ছেলে অভিষেক ফাউন্ডেশন করে মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃক্তির ব্যবস্থা গ্রহন করবো ।
ফিরোজা বেগম এর স্বামী লংগদু আব্দুল মালেক হাতির আক্রমনে নিহত হয় । ফিরোজা বেগম ঠিকানা আমতলী খাগড়াছড়ি ।