রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে মানসিক ভারসাম্যহীন এক নারী সন্তান প্রসব করেছে। রবিবার দুপুরে রাঙামাটি হাসপাতালে সন্তান প্রসব করে বলে জানাগেছে। তবে এই নারী ও প্রসবকৃত শিশুর কোন অভিভাবক পাওয়া যায়নি।
রাস্তার ধারে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন ওই নারীর সন্তান জন্ম দেয়া নিয়ে এলাকায় কৌতুহল সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, রাঙামাটি শহরের রিজার্ভ মুখ এলাকার রাস্তাঘাটে ঘুরে বেড়াতেন মানসিক ভারসাম্যহীন এক নারী। সেই গর্ভবতী উপলব্ধি করতে পেরে এলাকাবাসী বিভিন্ন সময় তাকে খাবার দিতেন।
৭ ডিসেম্বর রবিবার সকালে ভারসাম্যহীন নারী রাস্তার ওপর ব্যথায় যন্ত্রনা করতে থাকলে এলাকাবাসী তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। জেনারেল হাসপাতালে নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে ভারসাম্যহীন নারী এক কন্যা শিশুর জন্ম দেয়। বর্তমানে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা ।
উল্লেখ্য -এই ঘটনা নিয়ে এলাকায় কৌতুহল সৃষ্ট্রি হয়েছে । কে এই মানসিক ভারসাম্যহীন নারীর জন্ম নেয়া শিশু কন্যার অভিভাবক।
চৌধুরী হারুনুর রশীদ,রাঙ্গামাটি।